ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪

জাল নোট বিতরণের সময় সোহেলকে আটক করেছে র‌্যাব-১১

জাল নোট বিতরণের সময় সোহেল ওরফে রুবেল (৩২)কে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১ লাখ ২ হাজার টাকার জাল নোট জব্দ করে র‌্যাব। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে র‌্যাব সদস্যরা রুবেলকে গ্রেপ্তার করে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মো.জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।


র‌্যাব এসময় আসামির কাছে থাকা ১ হাজার টাকা মূল্যের ১০১টি এবং ৫শত টাকা মূল্যের ২টি জাল নোটসহ মোট ১ লাখ ২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। সোহেল হোসেন ওরফে রুবেল ভোলা জেলার দৌলতখাঁ থানাধীন চরপাতা এলাকার বেলায়েত হোসেন এর ছেলে।


গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে, দীর্ঘদিন যাবৎ সে নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় জাল নোট মানুষকে দিয়ে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ঢাকেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে সোহেলকে আটক।

ads

Our Facebook Page